১৭ ব্যক্তি ও প্রতিষ্ঠান পেল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পুরস্কার

১৭ ব্যক্তি ও প্রতিষ্ঠান পেল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পুরস্কার

  • বিজ্ঞান প্রযুক্তি

তথ্যপ্রযুক্তি খাতে বিভিন্ন অবদান রাখায় এবার মোট ৭টি বিভাগে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’ পুরস্কার প্রদান করা হয়।

পুরস্কারপ্রাপ্তরা হলেন- শিক্ষা বিভাগে প্রতিষ্ঠান ক্যাটাগরিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ব্যক্তি ক্যাটাগরিতে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. সৈয়দ আখতার হোসাইন, স্বাস্থ্য বিভাগে এমআইএস (প্রতিষ্ঠান) ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ (ব্যক্তি), কৃষি বিভাগে বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট (প্রতিষ্ঠান) ও সিরাজগঞ্জের চৌহালি উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ শাহাদত্ হোসাইন সিদ্দিকী (ব্যক্তি), সাংবাদিকতা বিভাগে মাসিক কম্পিউটার জগতের সহকারী সম্পাদক মোহাম্মাদ আবদুল হক, সফটওয়্যার ইনোভেশনে রিভ সিস্টেমস (প্রতিষ্ঠান) ও ওয়াসিইউ টেকনোলজির ফয়সাল করিম (ব্যক্তি), হার্ডওয়্যার ইনোভেশনে অ্যাপলম্বটেক (প্রতিষ্ঠান) ও সিক্স অ্যাক্সিস টেকনোলজির ফারুক আহমেদ, নাগরিক সেবা বিভাগে চাঁদপুরের জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল, গোপালগঞ্জের কোটালিপাড়ার ইউএনও জিলাল হোসেন, ঝিনাইদহ সদরের সহকারী ভূমি কমিশনার উসমান গণি, সিআইডি, ঢাকা পুলিশ সুপার শেখ মো. রেজাউল হায়দার এবং সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সমিত কুমার কুন্ডু। এ ছাড়াও সিডস্টার্স ওয়ার্ল্ডের ঢাকা পর্বের বিজয়ী ‘ফিল্ডবাজ’ এবং রানার্স আপের উদ্যোক্তাদের হাতেও পুরস্কার তুলে দেওয়া হয় সমাপনী অনুষ্ঠানে।

বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে গত শুক্রবার শেষ হয়েছে তিনদিনের ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৬’। মেলার শেষ দিনে ৩টি হলে মোট ৬টি সেশন ও সেমিনার অনুষ্ঠিত হয়।  আয়োজনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সূত্র: ইত্তেফাকfavicon59-4

Sharing is caring!

Leave a Comment