পাসওয়ার্ড মুক্ত বিশ্ব গড়বে মাইক্রোসফট – নাদেলা

পাসওয়ার্ড মুক্ত বিশ্ব গড়বে মাইক্রোসফট – নাদেলা

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট পাসওয়াড মুক্ত বিশ্ব গড়তে চায়। সম্প্রতি মাইক্রোসফটের প্রধান নির্বাহি সত্য নাদেলা বলেন, ‘নিরাপত্তা নিয়ে আমাদের প্রধান বিষয়টি হচ্ছে পাসওয়ার্ড। আমরা বিশ্বকে পাসওয়ার্ডমুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি, যাতে সহজে পাসওয়ার্ড হ্যাক করা না যায় সেরকম বায়োমেট্রিক পদ্ধতির কম্পিউটিং ইন্টারফেস তৈরিতে কাজ করছি।’ সংবাদ: এনডিটিভি

সম্প্রতি মুম্বাইয়ে ‘ফিউচার আনলিশড : অ্যাকসেলেরেটিং ইন্ডিয়া’ শীর্ষক এক সূচনা প্রবন্ধ উপস্থাপন করেন সত্য নাদেলা। তিনি বলেন, আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে উৎপাদনশীলতা ও ব্যবসা প্রক্রিয়াকে নতুন করে সাজানো। এ ছাড়া মানুষকে যাতে কাজ করতে অন্য কোথাও যেতে না হয়, অর্থাৎ যেকোনো স্থানে বসেই কাজ করা যায় সে সুবিধা দিতে কাজ করছে মাইক্রোসফট। আমরা বুদ্ধিমান ক্লাউড প্রযুক্তি তৈরি করছি।

তিনি আরও যোগ করেন, আমি আইফোন ব্যবহার করি – যা আমার ফোন নয় – এটা আইফোন। তবে এতে মাইক্রোসফটের ওয়ার্ড, এক্সেল পাওয়ার পয়েন্টের মতো সফটওয়্যার ব্যবহার করা যায়। এ ছাড়াও আমি ব্যক্তিগতভাবে হাই-এন্ডের লুমিয়া ফোন ব্যবহার করি। favicon

Sharing is caring!

Leave a Comment