বাংলাদেশে ‘আওয়ার অব কোড’

বাংলাদেশে ‘আওয়ার অব কোড’

প্রযুক্তি ডেস্ক: বাংলাদেশে প্রোগ্রামিং শিক্ষায় উৎসাহ দিতে ‘আওয়ার অব কোড’ এর আয়োজন করা হচ্ছে। আগামী ৭ থেকে ১৩ ডিসেম্বর এক সপ্তাহ ধরে এ আয়োজন চলবে। সারা বিশ্বে প্রোগ্রামিং শেখার জন্য ‘আওয়ার অব কোড’ আয়োজনটি পরিচিত।

বিশ্বব্যাপি ‘আওয়ার অব কোড’ ছড়িয়ে দিতে উদ্যোগ নিয়েছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস, ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ, শান্তিতে নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই থেকে শুরু করে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা পর্যন্ত। বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকও ‘আওয়ার অব কোড’ ছড়িয়ে দিতে কাজ করছেন। বাংলাদেশে ‘আওয়ার অব কোড’ আয়োজন করছে কোডারসট্রাস্ট। কোডারসট্রাস্টের সহ-প্রতিষ্ঠাতা জন-কায়ো ফেবিগ বলেন, ‘এই প্রোগ্রামটি সবার জন্য উন্মুক্ত। সবাইকে কোডিং শিখতে উৎসাহ দিতে বাংলাদেশে এ কর্মসূচি চালু করা হচ্ছে। প্রোগ্রামটিতে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের তরুণ শিক্ষার্থীরা শিক্ষা ও অনলাইন চাকরির বাজারে নিজেদের পরিচিত করে জীবনযাত্রার মান পরিবর্তন করতে পারবে বলে আশা করি।’

বাংলাদেশে আওয়ার অব কোডের মূল আয়োজক কোডারসট্রাস্টের পাশাপাশি সহযোগী হিসেবে রয়েছে মাইক্রোসফট বাংলাদেশ এবং পার্টনার হিসেবে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ব্র্যাক ডট নেট, বিডি জবস, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং জাগো ফাউন্ডেশন।
যেভাবে অংশ নেওয়া যাবে:

‘আওয়ার অব কোড’ সবার জন্য উন্মুক্ত। এতে অংশ নিতে www.coderstrust.com/hourofcode ওয়েবসাইটে যেতে হবে। এখানে আওয়ার কোড অনুষ্ঠানের স্থান ও অনুষ্ঠান সম্পর্কে জানা যাবে। favicon

Sharing is caring!

Leave a Comment