আসুসের নতুন জেনবুক
প্রযুক্তি ডেস্ক : বাংলাদেশের বাজারে এসেছে আসুস ব্র্যান্ডের ষষ্ঠ প্রজন্মের ইউএক্স ৩০৩ মডেলের নতুন জেনবুক। অত্যাধুনিক এই ল্যাপটপটি অনেক বেশি পাতলা, হালকা, কালারফুল এবং অধিক কার্যক্ষম।
ইন্টেলের সর্বশেষ ষষ্ঠ প্রজন্মের প্রসেসর সমৃদ্ধ এই জেনবুকটি যেকোনো অ্যাপ্লিকেশন দ্রুততার সঙ্গে আরম্ভ করতে পারে এবং স্বতঃস্ফুর্তভাবে মাল্টিটাস্ক করতে সক্ষম। ১৩.৩ ইঞ্চি স্ক্রিনের আইপিএস ফুল এইচডি এলিডি ডিসপ্লে সমৃদ্ধ এই ল্যাপটপটিতে রয়েছে সনিক মাস্টার প্রযুক্তি, যা দেবে ক্রিস্টাল ক্লিয়ার শব্দ শোনার অনুভুতি।
উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম চালিত এই ল্যাপটপটিতে রয়েছে ষষ্ঠ প্রজন্মের ২.৫০ গিগাহার্জ সমৃদ্ধ ইন্টেল কোর আই-৭ প্রসেসর, ৮ জিবি র্যাম, ১ টেরাবাইট সাটা হার্ডডিস্ক, ২ জিবি এনভিডিয়া জিফোর্স ৯৪০ এম ভিডিও গ্রাফিক্স, ওয়াই-ফাই, ব্লুটুথ, এইচডি ক্যামেরাসহ প্রভৃতি ফিচার।
থ্রিসেল পলিমার ব্যাটারিসহ জেনবুকটির ওজন মাত্র ১.৪৫ কেজি।