আসুসের গেমিং ল্যাপটপ

আসুসের গেমিং ল্যাপটপ

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : দেশের বাজারে এসেছে আসুস ব্র্যান্ডের উন্নত প্রযুক্তির নতুন গেমিং ল্যাপটপ।

আসুসের জিএল৭৫২ভিডাব্লিউ মডেলের এই ল্যাপটপটি গেমারদের চাহিদানুযায়ী সর্বোচ্চ গেমিং পারফরম্যান্স, অ্যাটেনটিভ ডিজাইন, নিখুত ভিজ্যুয়াল ইফেক্ট এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি করা হয়েছে। ষষ্ঠ প্রজন্মের ইন্টেল কোর আই-৭ প্রসেসর, ৪ জিবি এনভিডিয়া জিফোর্স জিটিএক্স ৯৬০এম ডিডিআর৫ ভিডিও গ্রাফিক্স এবং ১৭.৩ ইঞ্চি ফুল এইচডি এলিডি ডিসপ্লে সমৃদ্ধ ল্যাপটপটি সর্বোচ্চ কার্যক্ষমতাসম্পন্ন ও স্পষ্ট ভিজ্যুয়াল ইফেক্ট দিতে সক্ষম। এতে আরো রয়েছে ২ টেরাবাইট সাটা হার্ডডিস্ক, ১২৮ জিবি সলিড স্টেট ড্রাইভ, ১৬ জিবি ডিডিআর-৪ র‌্যাম, ইন্টেল এইচএম ১৭০ চিপসেট যার ফলে ল্যাপটপটি দ্রুত কমান্ড গ্রহণ করতে সক্ষম। অসাধারণ অডিওর জন্য এতে ব্যবহৃত হয়েছে সনিক মাস্টার টেকনোলজি।

এছাড়াও নেটওয়ার্কিংয়ের জন্য রয়েছে ওয়াইফাই, এইচডি ওয়েব ক্যাম , ল্যান জ্যাক। ১,১৩,৫০০ টাকা মূল্যের আসুস জিএল৭৫২ভিডাব্লিউ মডেলের গেমিং ল্যাপটপটি বাজারে এনেছে দেশের অন্যতম শীর্ষ প্রযুক্তি পণ্যের প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেড। ল্যাপটপটিতে ২ বছর ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সুবিধা রয়েছে। favicon59

Sharing is caring!

Leave a Comment