ল্যাপটপ হয়ে যাবে টাচ স্ক্রিন

ল্যাপটপ হয়ে যাবে টাচ স্ক্রিন

প্রযুক্তি ডেস্ক : ছোট্ট একটি ডিভাইস ব্যবহার করেই যেকোনো ল্যাপটপের স্ক্রিনকে পরিণত করা যাবে টাচস্ক্রিনে! এই ডিভাইসটির নাম ‘এয়ারবার’। এটি একটি বিশেষ ধরনের ইউএসবি সেন্সর ডিভাইস, যা যেকোনো ল্যাপটপে সংযোগ করা মাত্রই ল্যাপটপের স্ক্রিন পরিণত হবে টাচস্ক্রিনে।

ইউএসবি পোর্টে সংযোগ দিয়ে এয়ারবাস ডিভাইসটি ল্যাপটপের স্ক্রিনে নিচে লাগানো মাত্রই এর থেকে নির্গত একটি অদৃশ্য ল্যাপটপের ডিসপ্লেকে আবৃত করে রাখবে। আর এর ওপর টাচ করেই ল্যাপটপে টাচস্ক্রিনে কাজ করা যাবে। সবথেকে মজার বিষয় হচ্ছে, এয়ারবার-এর সাহায্যে আপনি খালি হাতে বা গ্লাভস হাতে অথবা যেকোনো বস্তু দিয়েও ইশারা করে টাচ প্রযুক্তি ল্যাপটপে ব্যবহার করতে পারবেন। এই ডিভাইসটির বিশেষ সুবিধা হচ্ছে এটি ব্যবহার করতে বাড়তি কোনো সফটওয়্যার লাগবে না।

Sharing is caring!

Leave a Comment