এক্সপিকে পেছনে ফেললো উইন্ডোজ ১০

এক্সপিকে পেছনে ফেললো উইন্ডোজ ১০

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক :  প্রথমবারের মতো ব্যবহারের দিকে থেকে উইন্ডোজ এক্সপি সফটওয়্যারকে টপকে গেল উইন্ডোজ ১০। মাইক্রোসফটের সর্বশেষ অপারেটিং সিস্টেমটি বাজারে আসার ছয় মাস পরে এ ঘটনা ঘটল। বর্তমানে উইন্ডোজ ৭ এর পরে দ্বিতীয় জনপ্রিয় অপারেটিং সিস্টেম হয়ে গেল উইন্ডোজ ১০।

মাইক্রোসফট কর্তৃপক্ষ সম্প্রতি ঘোষণা দিয়েছে, ২০ কোটি যন্ত্রে এখন উইন্ডোজের সর্বশেষ সংস্করণটি ব্যবহৃত হচ্ছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান নেটমার্কেটশেয়ারের তথ্য অনুযায়ী, ডেস্কটপ অপারেটিং সিস্টেম হিসেবে ৫২ দশমিক ৪৭ শতাংশ দখলে রেখেছে উইন্ডোজ ৭ আর উইন্ডোজ ১০ এর দখলে রয়েছে ১১ দশমিক ৮৫ শতাংশ।১৫ বছর আগে বাজারে আসা উইন্ডোজ এক্সপি থেকে সব ধরনের সমর্থন সরিয়ে নিলেও এখনো মানুষের মধ্যে ব্যাপক জনপ্রিয় এ অপারেটিং সিস্টেমটি।

বর্তমানে ১১ দশমিক ৪২ শতাংশ পিসিতে ব্যবহৃত হচ্ছে উইন্ডোজ এক্সপি। এক বছরে বিনা মূল্যে হালনাগাদ করার সুবিধা দিয়ে গত বছরের জুলাই মাসে উইন্ডোজ ১০ বাজারে ছাড়ে মাইক্রোসফট। গত বছরের মে মাসে মাইক্রোসফটের ডেভেলপার জেরি নিক্সন বলেন, উইন্ডোজ ১০ হবে মাইক্রোসফটের সর্বশেষ ওএস। এরপর থেকে অ্যাপলের ম্যাত ওএমএক্সের মতো আপডেট ছাড়বে তারা। নভেম্বরে উইন্ডোজ ১০ এর উল্লেখযোগ্য হালনাগাদ ছাড়ে মাইক্রোসফট যাতে মাইক্রোসফট এজ ব্রাউজার, কর্টানার মতো সেবাগুলোর হালনাগাদ আনা হয়।

মাইক্রোসফট সম্প্রতি ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজারের পুরোনো সংস্করণ ৮, ৯ ও ১০ থেকে সমর্থন সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে। বর্তমানে এজ ব্রাউজারের ওপর অধিক গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি। favicon59

Sharing is caring!

Leave a Comment