আসুসের নতুন ল্যাপটপ
বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : দেশের বাজারে এসেছে খ্যাতনামা আসুস ব্র্যান্ডের জিএল৫৫২ভিডাব্লিউ মডেলের নতুন গেমিং ল্যাপটপ।
ষষ্ঠ প্রজন্মের ইন্টেল কোর আই-৫ প্রসেসর সমৃদ্ধ এই গেমিং ল্যাপটপটিতে রয়েছে ১ টেরাবাইট সাটা হার্ডডিস্ক, ৮ জিবি ডিডিআর-৪ র্যাম, ইন্টেল এইচএম ১৭০ চিপসেট। ৪ জিবি এনভিডিয়া জিফোর্স জিটিএক্স ৯৬০ এম ডিডিআর-৫ ভিডিও গ্রাফিক্স এবং ১৫.৬ ইঞ্চি ফুল এইচডি এলিডি ডিসপ্লে সমৃদ্ধ এ ল্যাপটপটি স্বচ্ছ ও নয়নাভিরাম ভিজ্যুয়াল ইফেক্ট দিতে সক্ষম। অসাধারণ অডিওর জন্য এতে ব্যবহৃত হয়েছে সনিকমাস্টার টেকনোলজি। নেটওয়ার্কিংয়ের জন্য ল্যাপটপটিতে রয়েছে ওয়াই-ফাই, ব্লুটুথ, ল্যান জ্যাক, এইচডি ওয়েব ক্যাম।
৭৬ হাজার ৫০০ টাকা মূল্যের আসুস জিএল৫৫২ভিডাব্লিউ মডেলের গেমিং ল্যাপটপ বাজারে এনেছে দেশের অন্যতম শীর্ষ প্রযুক্তি পণ্যের প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেড। ল্যাপটপটিতে ২ বছরের আন্তর্জাতিক ওয়ারেন্টি সুবিধা রয়েছে।