উইন্ডোজ ১০-এর অটো আপডেট বন্ধের উপায়

উইন্ডোজ ১০-এর অটো আপডেট বন্ধের উপায়

আরশাদুল হক নয়ন : নতুন উইন্ডোজ ১০ ব্যবহারকারীরা হরহামেসায় একটি সমস্যায় পড়ে থাকেন। সমস্যাটি হল, উইন্ডোজ ১০ আপডেট নেওয়ার সময় কম্পিউটারের গতি খুব কমে যায়।যা ব্যবহারকারীর জন্য বিরক্তির কারণ হতে পারে। এক সময় এই বিরকক্তির মাত্রা চরম পর্যায়ে পৌঁছে যায়। কারণ উইন্ডোজ ১০ আপডেটের সময় কম্পিউটারে যে কোনও কাজ করতে অন্যান্য সময়ের চেয়ে প্রায় দ্বিগুণ সময় লাগে। এই যেমন ১ ঘন্টার একটি কাজ করতে প্রায় ২ ঘন্টা সময় লাগবে।

এই ঝামেলা থেকে পরিত্রাণের সহজ উপায় হল কম্পিউটারের আপডেট সিডিউল নিজের মত করে সেট করে নেওয়া। কিন্তু এই ঝামেলায় কেউ যেতে চায় না। কারণ সবাই চায় সহজ সমাধান। তবে উইন্ডোজ ১০-এর আরেকটি সমস্যা হল এর জন্য আপডেট বন্ধ করার মেনুয়ালী কোনো ব্যবস্থা রাখা হয়নি। তাই ইচ্ছা করলেও আপনি এক ক্লিকেই এটির অটমিটিক্যালি আপডেট নেওয়া বন্ধ করতে পারবেন না| তবে আজ আমি আপনাদের একটি সহজ পদ্ধতির কথা জানাব। যে পদ্ধতিতে আপনি খুব সহজে অটমিটিক্যালি আপডেট নেওয়া বন্ধ করতে পারবেন|

2এজন্য আপনাকে প্রথমে Desktop এর mycomputerright button ক্লিক করে Manage Service and Application সিলেক্ট করতে হবে।

3তারপর ডান সাইডে Service এ ডাবল ক্লিক করুন এবং press “W” button এবং windows Update খুঁজে বের করে এর উপরে ডাবল ক্লিক করুন। তাহলে একটি Dialog window আসবে। এখানে থেকে General Tap Select করে Stop বাটনে ক্লিক করুন।

4এবার Startup type থেকে Disable-এ ক্লিক করে Apply and ok press করুন। তাহলে আর Windows 10 update নিবেনা।  favicon59

Sharing is caring!

Leave a Comment