২০২১ সালে ‘ওয়ার্ল্ড কংগ্রেস অব আইটি’ হবে বাংলাদেশে

২০২১ সালে ‘ওয়ার্ল্ড কংগ্রেস অব আইটি’ হবে বাংলাদেশে

  • বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক

২০২১ সালে অনুষ্ঠিতব্য ‘ওয়ার্ল্ড কংগ্রেস অব আইটি’র স্বাগতিক দেশ হওয়ার আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে বাংলাদেশ এবং প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। গত ৮-১০ মার্চ অস্ট্রেলিয়ার ক্যানবেরাতে অনুষ্ঠিত উইটসা (ওয়ার্ল্ড আইটি সার্ভিসেস এলায়েন্স) সম্মেলনে এ প্রস্তাব দেন উইটসা পরিচালক মো. সবুর খান।

সম্মেলন শেষে সবুর খান বলেন, ‘বিশ্বের সর্ববৃহৎ তথ্যপ্রযুক্তির এ আয়োজনে বাংলাদেশ স্বাগতিক হওয়ার সিদ্ধান্ত নি:সন্দেহে বাংলাদেশের তথ্য-প্রযুক্তি সেক্টরের জন্য বিশেষ অর্জন।’

উল্লেখ্য, মো. সবুর খান বাংলাদেশ কম্পিউটার সমিতির সাবেক সভাপতি। তিনি বর্তমানে গ্লোবাল ট্রেড কমিটির চেয়ারম্যান এবং ওয়ার্ল্ড আইটি সার্ভিসেস এলায়েন্স (উইটসা) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। বিশ্বজুড়ে ৮০টি ব্যবসায় প্রতিষ্ঠান উইটসার সদস্য।

Sharing is caring!

Leave a Comment