এবার স্মার্ট গ্লাস আনছে ফেসবুক
- বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক
স্মার্ট গ্লাস তৈরির ঘোষণা দিল ফেসবুক। ফেসবুকের বার্ষিক ডেভেলপারস সম্মেলন এফ ৮ থেকে এই ঘোষণা আসে। একটি স্মার্ট গ্লাসের প্রোটোটাইপ প্রদর্শন করেন মার্ক জুকারবার্গ।
তিনি বলেন, তার এমন একটি গ্লাস উৎপাদন করতে চায় যেটি দিয়ে ভার্চুয়াল রিয়েলিটি এবং অগমেন্টেড রিলিয়েটি উপভোগ করা যাবে। এটি গুগল গ্লাসের চেয়ে খুব একটি বৈসাদৃশ্য পূর্ণ হবে না।
জুকারবার্গ আরো জানান, ‘অগমেন্টেড রিয়েলিটি আপনাকে বিশ্ব দেখার সুযোগ করে দেবে। কিন্তু সেটি হবে বাস্তব জগতের ওপর ভিন্ন প্রলেপ।’
টেক জায়ান্ট মাইক্রোসফটও অগমেন্টেড টেকনোলজি নিয়ে কাজ করছে। তারা এরমধ্যে হলোলেন্স তৈরি করেছে। আবার স্ন্যাপচ্যাটও এই প্রযুক্তি নিয়ে কাজ করছে। কিন্তু স্মার্ট গ্লাসের নতুন ভার্সন নিয়ে কাজ করছে গুগল।
তবে জুকারবার্গ তাদের স্মার্ট গ্লাসের ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি।