জিয়া জিয়া ঠিক যেন চীনা নারী !
জিয়া জিয়া-কে প্রথম দেখাতেই মনে হবে একজন চীনা। চীনা নারীর সব গুণাবলীই আছে তার মধ্যে। তবে জিয়া জিয়া কোনো নারী নয়, মানুষের হাতে তৈরি নারীর মতো গঠনের রোবট। সংবাদ : ডেইলি মেইল।
ডেইলি মেইল একটি প্রতিবেদনে জানায়, শুধু বাহ্যিক গঠনের কারণেই নয়, চাল-চলন, কথা-বার্তা বা আচার-আচরণেও তাকে বাস্তবের নারী মনে হবে। জিয়া জিয়ার সবকিছুই মানুষের মতো। জিয়া জিয়া মুখে কথা বলতে পারে, আবেগ প্রকাশ করতে পারে। এমনকি কথা বলার সময় মানুষের মতোই ঠোঁট ও হাত নাড়ায়।
চীনের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জিয়া জিয়াকে তৈরি করেছে। চীনা গবেষক চেন জিয়াওপিং জিয়া জিয়াকে তৈরির নেতৃত্ব দেন । আর তাকে তৈরি করতে সময় লাগে তিন বছর। সম্প্রতি এক প্রদর্শনীতে জিয়া জিয়াকে প্রদর্শন করা হয়। চীনের অ্যানহুই প্রদেশের রাজধানী হেফেইয়ে এই প্রযুক্তি সম্মেলনে অনুষ্ঠিত হয়।
গবেষকরা বলেছেন, এখন পর্যন্ত মানুষের অবয়বে যতো রোবট বানানো হয়েছে তার মধ্যে জিয়া জিয়া সবচেয়ে বাস্তবসম্মত। জিয়া জিয়ার সবচেয়ে বড় ক্ষমতা এটি মানুষ এবং যন্ত্রের পার্থক্য বুঝতে পারে। জিয়া জিয়া ইন্টারনেট থেকে তথ্য নিয়ে মানুষকে বিভিন্ন কাজে সহায়তা করতে পারে।