৬ কোটি ছাড়ালো ইন্টারনেট ব্যবহারকারির সংখ্যা
বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক
প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাচ্ছে বাংলাদেশে, সেই সাথে বেড়ে যাচ্ছে দেশে ইন্টারনেট ব্যবহারকারির সংখ্যা। বর্তমানে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারির সংখ্যা ছয় কোটি ১২ লাখ ৮৮ হাজার। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ওয়েবসাইট সূত্রে থেকে এই তথ্য জানা গেছে।
চলতি বছর মার্চে তথ্য হালনাগাদ করে বিটিআরসি, সেই তথ্য জানিয়েছে বর্তমানে দেশে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ৬ কোটি ১২ লাখ ৮৮ হাজার। যা ফেব্রুয়ারিতে ছিল ৫ কোটি ৮৩ লাখ এবং জানুয়ারিতে ছিল ৫ কোটি ৬১ লাখ।
এ সকল ব্যবহারকারির অধিকাংশই মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করছে। বর্তমানে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান বাড়লেও ওয়াইম্যাক্স ইন্টারনেটে আগ্রহ হারাচ্ছেন গ্রাহকরা।