শরীরের দুর্গন্ধ জানিয়ে দেবে ‘নোজ’ অ্যাপ

শরীরের দুর্গন্ধ জানিয়ে দেবে ‘নোজ’ অ্যাপ

  • বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক 

সময়ের সাথে বদলে যাচ্ছে মানুষের জীবনযাত্রা। আর এ পরিবর্তনের পিছনে বড় অবদান স্মার্টফোন তথা এর বিভিন্ন অ্যাপসের। এসব অ্যাপের কল্যাণে নানা ধরনের সেবা এখন মানুষের হাতের মুঠোয়।

এবার নতুন চমক নিয়ে এল স্মার্টফোনের অ্যাপ। আপনার শরীরের দুর্গন্ধ আছে কিনা, সেটাও জানতে পারবেন অ্যাপ ব্যবহার করে। আর আগে থেকেই যদি এটা জানতে পারা যায় তাহলে তো আপনাকে আর অন্যের সামনে অসস্তিকর পরিস্থিতিতে পড়তে হবে না।

নতুন এই অ্যাপটির নাম ‘নোজ’। আর এটি তৈার করেছে স্কিন কেয়ার পণ্য প্রস্তুতকারক ব্র্যান্ড নিভিয়া মেন। প্রতিষ্ঠানটির জানায়, আমরা নিজেরা নিজের নাক দিয়ে আমাদের শরীরের ঘামের দুর্গন্ধ শনাক্ত করতে পারি না। ফলে সকলের সামনে শরীরের দুর্গন্ধের কারণে অনেক সময় লজ্জাজনক পরিস্থিতিতে পড়তে হয়। আর এই অ্যাপটি শরীরের দুর্গন্ধ পরিমাপ করতে পারায়, ব্যবহারকারীকে আর অপ্রীতিকর অবস্থায় পড়াতে হবে না।

এটি সেন্সরযুক্ত মোবাইলে কাজ করবে। তবে সেক্ষেত্রে এটি মোবাইল কাভারের সমন্বয়ে কাজ করবে। অর্থাৎ স্মার্টফোনে ব্যবহার করতে হবে বিশেষ কাভার এবং নোজ অ্যাপ। দুর্গন্ধ বুঝতে বগলের কাছে স্মার্টফোনটি আনা হলে সেখানকার গন্ধ নেবে স্মার্টফোনের কাভার। গন্ধের তথ্য চলে যাবে স্মার্টফোনটিতে থাকা অ্যাপে। অ্যাপের মাধ্যমে গন্ধের মাত্রা জেনে যাবেন এর ব্যবহারকারী। দুর্গন্ধের মাত্রা বেশি হলে প্রয়োজনীয় পরামর্শ দেবে অ্যাপটি।

অ্যাপটির প্রস্তুতকারী প্রতিষ্ঠান জানিয়েছে আগামী মাসে শরীরের দুর্গন্ধ বোঝার নোজ অ্যাপ ও বিশেষ ফোন কাভার বাজারে উন্মুক্ত করা হবে। favicon59

 

 

Sharing is caring!

Leave a Comment