বিজটেক বিটুবি কনফারেন্স শুরু ২১ মে
- বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক
দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবার বাজার সম্প্রসারণে আগামী ২১ মে শুরু হচ্ছে ‘বিজটেক বিটুবি কনফারেন্স’। বেসিস এবং আইসিটি ডিভিশনের যৌথ উদ্যোগে আয়োজিত এ বিটুবি প্রদর্শনীতে থাকবে ব্যাংকিং ও ফিন্যান্স, শিক্ষা, স্বাস্থ্য এবং তৈরি পোশাক খাতের উপর ৪টি গোলটেবিল বৈঠক, প্রদর্শনী এবং বিটুবি মিটিং। এ উপলক্ষে গত রবিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বেসিস সভাপতি শামীম আহসানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটুআই-এর জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নায়মুজ্জামান মুক্তা, আইসিটি ডিভিশনের অতিরিক্ত সচিব হারুনুর রশিদ, বেসিসের সিনিয়র সহ-সভাপতি রাসেল টি আহমেদ, মহাসচিব উত্তম কুমার পাল প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জুনাইদ আহমেদ পলক বলেন, ‘আমরা এখন বিশ্বের বিভিন্ন দেশে মাথা উঁচু করে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পারি। আমরা এখন অন্য দেশকে অনুসরণ করি না, বরং অন্যান্য দেশই বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে নিচ্ছে।’
তিনি আরও জানান, ই-কমার্স খাতে ২ লাখ ৪০ হাজার তরুণ-তরুণীকে দক্ষ করে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে শীঘ্রই নতুন প্রকল্প শুরু করবে সরকার। শামীম আহসান বলেন, ‘তথ্যপ্রযুক্তি খাতের পাশাপাশি এখন ব্যাংকিং, স্বাস্থ্য, শিক্ষা এবং তৈরি পোশাক খাতের মতো গুরুত্বপূর্ণ চারটি খাত নিয়ে কাজ করার কথা ভাবছি আমরা। প্রতি বছর কয়েকশ’ মিলিয়ন ডলারের সফটওয়্যার এবং অন্যান্য সেবা আমদানি না করে স্থানীয় বাজার থেকেই সেগুলো সংগ্রহ করলে দেশের তথ্যপ্রযুক্তি খাত আরও সমৃদ্ধ হবে।’