টুইটারে পরিবর্তন আসছে…

টুইটারে পরিবর্তন আসছে…

  • বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক

বার্তা লেখার ক্ষেত্রে ব্যবহারকারীদের আরও বেশি স্বাধীনতা দিতে টুইটের শব্দ-সীমা গণনায় বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা করছে টুইটার ইনকর্পোরেশন। টুইটারে ১৪০ শব্দে টুইট করতে হয় ব্যবহারকারীদের। এই ১৪০ শব্দের হিসাবে অন্তর্ভূক্ত থাকে ছবি ও লিঙ্ক। তবে সামনের দিনগুলোতে টুইটের শব্দ-সীমায় ছবি ও লিঙ্ক গণনা বন্ধ করতে যাচ্ছে ক্ষুদে ব্লগ লেখার সাইটটি।

আগামী দুই সপ্তাহের মধ্যে এই পরিবর্তন আসছে টুইটারে, নাম প্রকাশে অনিচ্ছুক এক টুইটার কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। তবে এ ব্যাপারে টুইটার কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

টুইটের শব্দ-সীমায় পরিবর্তন আসছে, এমন গুঞ্জন নতুন নয়। চলতি বছরের জানুয়ারিতে প্রযুক্তির খবর প্রচারকারী ওয়েবপোর্টাল ‘রি-কোড’ এক প্রতিবেদনে জানায়, ব্যবহারকারীদের জন্য ১৪০ শব্দের পরিবর্তে ১০ হাজার শব্দে টুইট করার সেবা চালুর পরিকল্পনা করছে টুইটার।

এর প্রেক্ষিতে মার্চে এনবিসি’র এক অনুষ্ঠানে টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা ডরসি জানান, ১৪০ শব্দে টুইট করার সীমা অপরিবর্তিতই রাখবে তার সাইট।

বর্তমানে টুইটারে মাসিক সক্রিয় ব্যবহারকারী রয়েছে ৩১০ মিলিয়ন। এই সংখ্যাকে আরও বাড়াতে নানান উদ্যোগ নিচ্ছে প্রতিষ্ঠানটি। এরই অংশ হিসেবে হয়ত টুইটের বেলায় ছবি ও লিঙ্ক গণনা বাদ দিতে যাচ্ছে সংশ্লিষ্টরা।

সূত্র : ব্লুমবার্গ ও সিবিএস নিউজ।favicon59

Sharing is caring!

Leave a Comment