ওয়েব রিভিউ : হতে চাইলে মহাকাশবিজ্ঞানী
- বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক
তারাভরা রাতের আকাশে তাকিয়ে নিশ্চয়ই প্রশ্ন জাগে এগুলো কী দিয়ে বানানো? উত্তর জানতে পড়তে হবে জ্যোতির্বিজ্ঞান। তবেই না মহাকাশের খুঁটিনাটি জেনে চমকে দিতে পারবে বন্ধুদের। আর চমকপ্রদ এসব তথ্য জানিয়ে দেবে কিডস অ্যাস্ট্রোনমি ডট কম (http://www.kidsastronomy.com)।
এই ওয়েবসাইটে ঢুকলেই বাম পাশে দেখতে পাবে সৌরজগৎ, মহাবিশ্বসহ আরো কয়েকটি শ্রেণি। সৌরজগৎ সম্পর্কে শিক্ষা বিভাগে ক্লিক করলে জানতে পারবে কোন গ্রহ কিভাবে তৈরি হয়েছে, কার কয়টি উপগ্রহ আছে। চমৎকার গ্রাফিকসের মাধ্যমে শেখানো হয় এসব।
মহাবিশ্ব সম্পর্কে শেখার ক্যাটাগরিতে আছে ব্ল্যাকহোল, গ্যালাক্সি, নেবুলাসহ আরো অনেক কিছু। ইনফোগ্রাফিক ছবিতে মাউস নিয়ে গেলেই তথ্য দেখিয়ে দেবে। ধরা যাক, ব্ল্যাকহোলের কেন্দ্র কে কী বলে তা জানতে ব্ল্যাকহোলের মাঝ বরাবর মাউস পয়েন্টার নিয়ে গেলেই হবে। এ ছাড়া আরো সহজে শেখার জন্য আছে মহাশূন্য সম্পর্কিত কয়েকটি গেমস, ভিডিও। ফ্রি অনলাইন ক্লাসের ক্যাটাগরিতে আছে দুটি কোর্সে মোট ১৬টি প্যাকেজ কোর্স। যার মধ্যে পাবে ৮০টির মতো অ্যাসাইনমেন্ট। কোর্স-১ হলো ৭-১১ বছরের শিশুদের জন্য, ১২-১৮ বছর বয়সীদের জন্য কোর্স-২।