বিশ্ব আইটি সম্মেলনে ১০টি পুরস্কার অর্জন করলো বাংলাদেশ

বিশ্ব আইটি সম্মেলনে ১০টি পুরস্কার অর্জন করলো বাংলাদেশ

  • বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক

তাইওয়ানে অনুষ্ঠিত এবারের বিশ্ব আইটি সম্মেলনে (ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনফরমেশন টেকনোলজি ২০১৭), অ্যাসোসিও আইসিটি সামিট এবং অ্যাফাক্ট প্লেনারি মিটিংয়ে বাংলাদেশের বিশাল অর্জন সাধিত হয়েছে। এসব অনুষ্ঠানে বাংলাদেশ বিশ্ব এবং আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ ১০টি পুরস্কার বিজয় লাভ করেছে। এটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে এ যাবৎকালের মধ্যে দেশের সর্বোচ্চ সংখ্যক অর্জন। বিশ্বের শীর্ষস্থানীয় তথ্যপ্রযুক্তি সংগঠন ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস অ্যালায়েন্স (উইটসা), এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের তথ্যপ্রযুক্তি’র শীর্ষ সংগঠন এশিয়ান-ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশন (অ্যাসোসিও) এবং এশিয়া-প্যাসিফিক কাউন্সিল ফর ট্রেড ফ্যাসিলিটেশন অ্যান্ড ইলেক্ট্রনিক বিজনেস (অ্যাফ্যাক্ট) কর্তৃক প্রদত্ত বিভিন্ন ক্যাটেগরিতে বাংলাদেশ এ পুরস্কারগুলো অর্জন করে।

উল্লেখ্য, এসব অ্যাওয়ার্ড নিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক স্বপন কুমার সরকার, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি আলী আশফাকের নেতৃত্বে সমিতির কার্যনির্বাহী সদস্যগণ, বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক সুশান্ত কুমার মন্ডল, তথ্যপ্রযুক্তি বিভাগের যুগ্ম-সচিব ও ইনফো সরকার (৩) প্রকল্পের পরিচালক ড. বিকর্ণ কুমার ঘোষসহ সরকারি-বেসরকারি ৫২ সদস্যের প্রতিনিধি দল। favicon59-4

Sharing is caring!

Leave a Comment