কি–বোর্ডের ফাংশন কি–র ব্যবহার জানুন
- আশরাফুল ইসলাম
কম্পিউটার কি–বোর্ডের ওপরের দিকে দেখবেন, সেখানে F1, F2, F3, F4 এভাবে মোট ১২টি কি আছে। এগুলো ফাংশন কি। এই কি–গুলোর সঠিক ব্যবহার জানলে আপনার কাজ অনেক সহজ হয়ে যাবে। এই কি–গুলোর ব্যবহার এবং কোনটি দিয়ে কী করা যায়, তা জেনে নেওয়া যাক।
F1: সাহায্যকারী বাটন হিসেবে পরিচিত F1 চাপলে প্রতিটি প্রোগ্রামের ‘হেল্প’ অপশন দেখা যাবে।
F2: সাধারণত কোনো ফাইল বা ফোল্ডারের নাম বদলের (রিনেম) জন্য ব্যবহার করা হয়।
Alt+Ctrl+F2: এটি চেপে মাইক্রোসফট ওয়ার্ডের নতুন ফাইল খোলা যায়।
Ctrl+F2: মাইক্রোসফট ওয়ার্ডের প্রিন্ট প্রিভিউ দেখা যায়।
F3: বিভিন্ন প্রোগ্রামের সার্চ সুবিধা চালু হয়।
Shift+F3: এই কি চেপে এমএস ওয়ার্ডের লেখা বড় থেকে ছোট বা শব্দের প্রথম অক্ষর বড় হাতের বর্ণ দিয়ে শুরু করা যায়।
F4: Alt+F4 চেপে সক্রিয় সব প্রোগ্রাম বন্ধ করা হয়। এ ছাড়া Ctrl+F4 চেপে সক্রিয় সব উইন্ডো বন্ধ করা যায়।
F5: মাইক্রোসফট উইন্ডোজ, ইন্টারনেট ব্রাউজার ইত্যাদি রিফ্রেশ করা যায় F5 চেপে। পাওয়ার পয়েন্টের স্লাইড শো চালুও করা যায়।
F6: এটা দিয়ে মাউস কার্সারকে ওয়েব ব্রাউজারের ঠিকানা লেখার জায়গায় (অ্যাড্রেসবার) নিয়ে যাওয়া যায়।
F7: ওয়ার্ডে লেখার বানান ও ব্যাকরণ ঠিক করা যায়।
Shift+F7: ওয়ার্ডে কোনো নির্বাচিত শব্দের প্রতিশব্দ, বিপরীত শব্দ, শব্দের ধরন ইত্যাদি জানার অভিধান চালু করা যায়।
F8: অপারেটিং সিস্টেম চালু হওয়ার সময় কাজে লাগে এই কি। সাধারণত উইন্ডোজ Safe Mode-এ চালাতে এটি ব্যবহার করতে হয়।
F9: কোয়ার্ক এক্সপ্রেস ৫. ০-এর মেজারমেন্ট টুলবার খোলা যায় এই কি দিয়ে।
F10: ওয়েব ব্রাউজার বা কোনো খোলা উইন্ডোর মেনুবার নির্বাচন করা হয় এ কি চেপে।
Shift+F10: এটি চেপে কোনো নির্বাচিত লেখা বা সংযুক্তি, লিংক বা ছবির ওপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করা যায়।
F11: ওয়েব ব্রাউজার পর্দাজুড়ে দেখা যায়।
F12: ওয়ার্ডের Save as উইন্ডো খোলা হয় এ কি চেপে। Shift+F12 চেপে মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল সেভ করা সম্ভব। এ ছাড়া Ctrl+Shift+F12 চেপে ওয়ার্ড ফাইল প্রিন্ট করা যায়।
সূত্র: প্রথম আলো