স্যামসাংয়ের হেলথ চিপস
প্রযুক্তি ডেস্ক : দক্ষিণ কোরিয়ার স্বনামধন্য প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং প্রযুক্তি বাজারে নিয়ে আসছে নতুন এক চিপ যা স্বাস্থ্য সম্পর্কে বিভিন্ন তথ্য দিবে। মঙ্গলবার থেকে এই চিপ বিক্রি শুরু করেছে স্যামসাং। নতুন এই চিপটি রিস্টব্যান্ড দিয়ে হাতে পড়া যাবে। এই চিপটি একসাথে অনেকগুলো কাজ সম্পন্ন করতে পারে। শরীরে চর্বির পরিমাণ, ত্বকের তাপমাত্রা এবং হৃদস্পন্দনের তথ্য স্বয়ংক্রিয়ভাবে সংগ্রহ করবে বলে স্যামসাং একটি প্রতিবেদনে জানিয়েছে।
বাজার গবেষণাকারী প্রতিষ্ঠান সরিঅন এক গবেষণায় জানায়, কিছু প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান প্রযুক্তি বাজারে অত্যাধুনিক প্রযুক্তি আনতে যাচ্ছে যা শরীরের গুরুতর রোগ শণাক্ত এবং পর্যবেক্ষণ করতে পারবে। ২০২০ সালের মধ্যে এই গবেষণায় ব্যয় করা হবে ৪১ বিলিয়ন ডলার।
নতুন এই চিপটি ডিসেম্বর মাস থেকেই ব্যাপকভাবে বিক্রি করা শুরু করছে। ২০১৬ সালের মাঝামাঝি স্যামসাং নতুন প্রসেসর আনতে যাচ্ছে যদিও নতুন এই ডিভাইসটি সম্পর্কে প্রতিষ্ঠানটি খোলাসা করে কিছু বলেনি।