স্যুটকেস চলবে নিজে নিজেই !

স্যুটকেস চলবে নিজে নিজেই !

প্রযুক্তি ডেস্ক : প্রযুক্তি প্রতিষ্ঠান এনইউএ রোবটিকস এমন এক স্যুটকেস উদ্ভাবনের ইঙ্গিত দিয়েছে যেটি তার মালিককে অনুসরণ করে নিজে নিজেই চলতে পারবে! সংবাদ : প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল।

এনইউএ রোবটিকসের সহপ্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী অ্যালেক্স লিবম্যান তাঁদের নতুন এই উদ্ভাবন সম্পর্কে বলেন, ‘যেকোনো পণ্যই স্মার্ট এবং রোবোটিক হতে পারে। আমরা আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে রোবট নিয়ে আসতে চাই।’

এই স্মার্ট স্যুটকেসে রয়েছে একটি ক্যামেরা সেন্সর। তা ছাড়াও যুক্ত রয়েছে ব্লুটুথ, যার মাধ্যমে এটি তার মালিকের স্মার্টফোনের ব্লুটুথের সাহায্য নিয়ে নির্দিষ্ট অ্যাপের সাথে পেয়ার করে সহজেই জানতে পারবে মালিকের অবস্থান। এই প্রযুক্তি ব্যবহার করে স্যুটকেসটি অনুসরণ করবে তার মালিককে।

যদিও এটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।  তবু লিবম্যানের ধারণা ক্রেতাদের হাত পৌঁছাতে খুব বেশি সময় তাদের দরকার হবে না। আগামী এক বছরের মধ্যেই সম্পূর্ণ তৈরি হয়ে যেতে পারে এটি।favicon5

Sharing is caring!

Leave a Comment