স্মার্ট বেল্ট অনুবাদ করবে কুকুরের ভাষা
বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : কুকুরে ভাষাকে মানুষের ভাষায় রুপান্তর করতে সক্ষম হবে, এমনই একটি অভিনব স্মার্ট বেল্ট নির্মাণে কাজ করছে অনলাইন পেট স্টোর ফেচ। পোষ্য প্রাণীদের খাবার সরবরাহকারী যুক্তরাজ্যের অনলাইন সাইট ফেচ জানিয়েছে, তারা এমন একটি স্মার্ট বেল্ট নির্মাণ করতে যাচ্ছে যেটা কুকুরের গলায় লাগানোর ফলে, পোষ্য কুকুর তার মালিকের সঙ্গে মানুষের ভাষায় যোগাযোগ করতে পারবে!
বিশেষ প্রযুক্তির ছোট্ট এই স্মার্ট বেল্টটি কুকুরের ভাষা, মুভমেন্টস এবং অ্যাকটিভিটিজগুলোর তথ্য মালিকের স্মার্টফোনে একটি অ্যাপে পাঠাবে। অ্যাপটির নাম হোয়াটস ইয়াপ। সেন্সর যুক্ত স্মার্ট বেল্টটির পাঠানো তথ্য অ্যাপটি পর্যালোচনা করে কুকুরের মালিকের মোবাইলে মেসেজ আকারে পাঠাবে। মেসেজের ভাষাটা হবে মানুষ যে ভাষায় মেসেজ দেয় সেই ভাষাতেই। ফলে খুব সহজেই বোঝা যাবে, মালিকের প্রিয় পোষ্যটি কী ভাবছে।
উল্লেখ্য, ফেচ একমাত্র প্রতিষ্ঠান নয়, যারা প্রযুক্তির সহায়তায় মানুষের ভাষায় কুকুরকে যোগাযোগ করাতে গ্যাজেট নির্মাণে কাজ করছে। গত বছরে যুক্তরাষ্ট্রের ভয়েচ এবং পেটপেস নামক দুইটি প্রতিষ্ঠানও একই ঘরানার প্রযুক্তি নিয়ে কাজ শুরু করেছে। তথ্যসূত্র: মিরর।