ওয়ার্ল্ড কংগ্রেস অব ইনফরমেশন অন টেকনোলজি’র আয়োজক হচ্ছে বাংলাদেশ
বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : আগামী তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিশ্ব সম্মেলন ‘ওয়ার্ল্ড কংগ্রেস অব ইনফরমেশন অন টেকনোলজি’র আয়োজন করবে বাংলাদেশ। ২০২১ সালে অনুষ্ঠিত হবে এই সম্মেলন।
তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তার ফেসবুক পেজে দেওয়া দেয়া পোস্টে জানিয়েছেন, ১০ মার্চ বৃহস্পতিবার অস্ট্রেলিয়ায় ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস অ্যালায়েন্সের (উইটসা) পরিচালনা পরিষদের সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সবার সম্মতিক্রমে ২০২১ সালের ২৫তম আসরের আয়োজক হিসেবে বাংলাদেশকে মনোনীত করা হয় ।
পলক জানান, তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশের অনেক এগিয়েছে আর তার ফলেই এ সুযোগ মিলেছে। এজন্য তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। ![]()
