আসছে সেলফি পাসওয়ার্ড
- বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক
বিশ্বখ্যাত অনলাইন শপিং সাইট অ্যামাজন ঘোষণা দিয়েছে তারা সেলফি পাসওয়ার্ড সিস্টেম চাল করবে। এর মাধ্যমে পাসওয়ার্ডের জায়গায় সেলফি ব্যবহার করেই ক্রেতারা তাদের সাইট থেকে কেনাকাটা করতে পারবেন। সংবাদ : সিএনএন।
অ্যামাজনের জানায়, প্রচলিত পাসওয়ার্ডের চেয়ে সেলফি ব্যবহার করা বেশ নিরাপদ। হ্যাকাররা মানুষের চেহারা নকল করতে পারবে না কিন্তু পাসওয়ার্ড নকল করা সম্ভব। তাই সেলফি হতে পারে একটি নিরাপদ পদ্ধতি।
এজন্য অ্যামাজন ‘ফেসিয়াল রিকগনিশন সিস্টেম’ ব্যবহার করবে। এই সিস্টেম ব্যবহারকারীকে তার সেলফি দেখে চিনে নেবে। আর তাই হ্যাকাররা কারো ফোন বা ল্যাপটপ দিয়ে কেনাকাটা করতে পারবে না।
তবে এই সুবিধা কবে থেকে চালু করা হবে তা নিয়ে অ্যামাজনের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি।