নতুন দুই ম্যাকবুক আনছে অ্যাপল
- বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক
চলতি বছরই নতুন দুই মডেলের ম্যাকবুক আনতে যাচ্ছে অ্যাপল। এপ্রিল-জুন নাগাদ এই দুই ম্যাকবুক বাজারে আসতে পারে বলে আভাস দিয়েছে অ্যাপল। সংবাদ : ডিজিটাইমস।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ডিজিটাইমস জানিয়েছে, ম্যাকবুক দুটির একটির স্ক্রিন হবে ১৩ ইঞ্চি, আরেকটি হবে ১৫ ইঞ্চির। তবে নতুন দুই মডেলের নাম কী হবে সে সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি। নতুন দুই ম্যাকবুকে থাকতে পারে ষষ্ঠ প্রজন্মের ইন্টেল ‘স্কাইলেক’ কোর প্রসেসর।
এখন পর্যন্ত অ্যাপলের নোটবুকে এই প্রসেসর ব্যবহার করা হয়নি। স্কাইলেক প্রসেসরের মাধ্যমে ল্যাপটপ হবে দ্রুতগতির। মাইক্রোসফটের সারফেস বুক এবং সারফেস প্রো ৪ মডেলে ব্যবহার করা হয়েছে ইন্টেলের স্কাইলেক প্রসেসর।
গত বছর বাজারে ছাড়া হয়েছিল ১২ ইঞ্চি স্ক্রিনের ম্যাকবুক। তবে নতুন দুই ম্যাকবুক হবে আরো পাতলা। গত বছরের ম্যাকবুকের মতো এবারো মাত্র একটি ইউএসবি-সি পোর্ট থাকতে পারে নতুন ম্যাকবুকে।