বাজারে এল ডিসিএল ইউপিএস
- বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক
দেশের শীর্ষস্থানীয় তথ্য-প্রযুক্তি পণ্য ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড ডিসিএল ব্র্যান্ডের ইউপিএস বাংলাদেশের বাজারে এনেছে। ইউপিএস গুলো বাংলাদেশের আবহাওয়ার উপযোগী, পরিবেশ বান্ধব এবং বিদ্যুৎ সাশ্রয়ী। এছাড়া ইউপিএস গুলো জেনারেটরের সাথে কম্পাটিবল এবং এতে আরও রয়েছে বিল্ট ইন এভিআর এবং ইন্টিলিজেন্ট ব্যাটারী চার্জিং ম্যানেজমেন্ট ফাংশন যা, ইউপিএস এবং ব্যাটারীকে দীর্ঘস্থায়ী করে। ডিসিএল ব্র্যান্ডের D৬৫০, D৮৫০ এবং D১২০০ মডেলের তিনটি ইউপিএস এখন সারা দেশের কম্পিউটার শোরুম গুলোতে পাওয়া যাচ্ছে।
বিস্তারিত: www.daffodil-bd.com, ফোন: ০১৭১৩৪৯৩১৬৮।