কোডিংয়ে ছেলেদের চেয়ে মেয়েরা দক্ষ

কোডিংয়ে ছেলেদের চেয়ে মেয়েরা দক্ষ

বিজ্ঞান-প্রজন্ম ডেস্ক : নারীদের চেয়ে পুরুষের কোডিং ক্ষমতা বেশি। নারীদের করা কোডিং পুরুষের চেয়ে বেশি অনুমোদন পায়। তবে এজন্য প্রোগ্রামার নারী নাকি পুরুষ সেটি গোপন রাখতে হয়। গবেষণায় এমন তথ্য প্রকাশ পেয়েছে। সংবাদ : বিবিসি।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে। কম্পিউটার প্রোগ্রাম বিনিময়ের উন্মুক্ত মাধ্যম গিটহাব ব্যবহার করেন এমন প্রায় ১৪ লাখ প্রোগ্রামারের ওপর এ জরিপ চালান যুক্তরাষ্ট্রের গবেষকরা। তারা গবেষণায় দেখেন, গিটহাবে কোডিং দক্ষতায় নারীরাই এগিয়ে রয়েছে। প্রোগ্রাম বিষয়ক নতুন কোড তৈরি কিংবা পরিবর্তনের ক্ষেত্রে নারীদের কাজ গ্রহণের হার ৭৮ দশমিক ৬ ভাগ। নতুন কোড লেখার ক্ষেত্রেও তাদের অবদান বেশি।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত গবেষক দল দেখেছেন, দিনে চার লাখ প্রোগ্রামার গিটহাবে প্রবেশ করছেন। তবে প্রোগ্রামারের পরিচয় নারী নিশ্চিত হলে এ ক্ষেত্রে ফল উল্টো হচ্ছে। গবেষকরা বলছেন, এখানেও নারীরা বৈষম্যের শিকার।favicon59

Sharing is caring!

Leave a Comment