আটলান্টিকে মহা বিস্ফোরণ
বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে আটলান্টিক সাগরে। এর আগে ২০১৩ সালে রাশিয়ার চেলিয়াবিংক্সে একই ধরনের বিস্ফোরণ ঘটে। গত ৬ ফেব্রুয়ারি ব্রাজিল উপকূলের কাছে আঘাত করে মহাশূন্য থেকে আসা এই পাথরটি। জ্বলন্ত অবস্থায় পাথরটি থেকে ১৩ হাজার টন টিএনটি পরিমাণ শক্তি নির্গত হয়। সংবাদ : বিবিসি।
এর আগে ২০১৩ সালে মহাশূন্য থেকে আসা এ ধরনের একটি পাথর রাশিয়ার চেলিয়াবিংক্সে আঘাত হানে। সেবা অন্তত ১ হাজার মানুষ আহত হয়। সেই সময়ে পাথরটি থেকে ৫ লক্ষ টন টিএনটি শক্তি নির্গত হয়েছিল। তবে এবারের পাথরটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৩০ কিমি ওপর দিয়ে উড়ে গিয়ে ব্রাজিলের ভূমি থেকে ১ হাজার কিমি দূরে আঘাত করে। নাসা তাদের ওয়েবসাইটে এই ঘটনার নিবন্ধন করেছে বিবিসি তাদের প্রতিবেদনে এমন তথ্যই দিয়েছে।
বিবিসির প্রতিবেদনে আরো বলা হয়েছে, প্রতিবছর নানা আকারের অন্তত ৩০টি গ্রহাণু পৃথিবীতে আছড়ে পড়ে। পৃথিবীর বেশিরভাগ অঞ্চল পানিতে পূর্ণ হওয়ার এগুলো পানির ওপরই এসে পড়ে এবং সে কারণেই লোকালয়ে খুব বেশি ক্ষয়ক্ষতি হয় না। 

 
	                
	                	
	             
	                       			                       	 
	                       			                       	 
	                       			                       	 
	                       			                       	