এলিয়েনরা ঠিক করে সূর্যের গতি-প্রকৃতি
- বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক
সূর্যকে কেন্দ্র করেই সৌরজগত। তাহলে এই সূর্যকে নিয়ন্ত্রণ করছে কে? এক্ষেত্রে বিভিন্ন মতামত পাওয়া যাবে। তবে সম্প্রতি এক মহাকাশ বিজ্ঞানী দাবি করেছেন, সূর্য আর সূর্যের আলোকে নিয়ন্ত্রণ করছে ভিনগ্রহী বা এলিয়েনরা! সংবাদ : মেইল অনলাইন।
মেইল অনলাইন তাদের প্রতিবেদনে জানিয়েছে, স্কট ওয়ার্নিং নামে এক বিজ্ঞানী কিছু ছবি সূর্যের আশপাশে কিছু বস্তুকে দেখতে পেয়েছেন। তার দাবি এগুলো অ্যালিয়েনের বা ভিনগ্রহীদের চিহ্ন। তিনি বলেন, ঠিক করে দিচ্ছে সূর্যের গতিপ্রকৃতি কেমন হবে তা ঠিক করে দিচ্ছে ভিনগ্রহীরা। শুধু তাই নয় সৌরজগতের অন্যান্য গ্রহে সূর্য কতটুকু আলো দেবে তাও ঠিক করছে এলিয়েনরা! ওয়ার্নিং তার গবেষণা প্রতিবেদনে উল্লেখ করেন, ২৪ ঘণ্টায় এসব বস্তু সূর্যের চারিদিকে ঘুরে বেড়ায়।
ওয়ার্নিং আরো জানান, এই গবেষণা প্রতিবেদনটি তৈরি করতে তিনি নাসার পাঠানো সোলার অ্যান্ড হেলিওস্ফেরিক অবজারভেটরি উপগ্রহের পাঠানো ছবিকেই গুরুত্ব দিয়েছেন।