এ যেন নরক!
- বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক
গ্রহটির নাম ৫৫ ক্যানসেরি-ই। বিজ্ঞানীরা বলছেন, এই গ্রহটিই নরকের ঠিকানা। কারণ এটির গঠন নরককেও হার মানাবে। এটি কয়েক হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত। ঠিক যেন একটি বিস্তৃত লাভার সাগর। গাড় লাল রঙের এই গ্রহটি দেখলেই মনে হবে এখানেই হয়তো নরকের সৃষ্টি। সংবাদ : নিউইয়র্ক পোস্ট।
নিউইয়র্ক পোস্টের জানায়, এই গ্রহটি ৪০ আলোকবর্ষ দূরে ক্যানসার নক্ষত্রপুঞ্জে অবস্থিত। প্রথমে বিজ্ঞানীদের ধারণা ছিল ৫৫ ক্যানসেরি-ই গ্রহটি হীরা বা মূল্যবান তরল পদার্থ দিয়ে তৈরি।
সারা বিশ্বের জ্যোতির্বিদের যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে জড়ো হন এবং ৫৫ ক্যানসেরি-ই নিয়ে গবেষণায় বসেন তারা। নাসার স্পিটজার মহাকাশ টেলিস্কোপে তোলা ছবি নিয়ে এ গবেষণা চালায় তারা।
এই গবেষণা থেকে সব ধারণা পাল্টে যায় বিজ্ঞানীদের। সাম্প্রতিক গবেষণায় থেকে জানা যায়, এই গ্রহটি লাভার সাগরে ডুবে আছে। আর এটি একটি নক্ষত্রের দিকে মুখ করে আছে। এই গ্রহটির উপরের অংশের তাপমাত্রা দুই হাজার ৪০০ ডিগ্রি সেলসিয়াস।
জ্যোর্তিবিদদের ধারণা, পৃথিবীর সাগরের ঢেউয়ের মতো এই গ্রহটিতে আছে লাভার ঢেউ।