অতি উজ্জ্বল ছায়াপথের সন্ধান

অতি উজ্জ্বল ছায়াপথের সন্ধান

  • বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক 

নতুন নতুন ছায়াপথের খোঁজ পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা । তাদের দাবি এগুলোই সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রপুঞ্জ। তারা এসব ছায়াপথকে ‘সাংঘাতিক উজ্জ্বল’ বলে  বিশ্লেষণ করেছেন।

নতুন আবিষ্কৃত এসব ছায়াপথ নিয়ে বিজ্ঞানী ক্যাভিন হ্যারিংটন বলেন, আগের ছায়াপথগুলোকে আমরা ‘অতি-উজ্জ্বল’ বা ‘অতি-দীপ্তিময়’ বলতাম। কিন্তু নতুন ছায়াপথগুলোর উজ্জ্বলতা সেসব দিয়ে বোঝানো সম্ভব হচ্ছে না। তাই এগুলোকে ‘সাংঘাতিক উজ্জ্বল’ বলতে হচ্ছে।
গবেষকেরা সর্বাধুনিক প্রযুক্তির স্যাটেলাইট টেলিস্কোপ ব্যবহার করে ওই ছায়াপথগুলো দেখতে পান। তাদের দাবি, নতুন এই ছায়াপথগুলো প্রায় এক হাজার কোটি বছরের পুরোনো। আর এগুলো ‘মহাবিস্ফোরণের’ ৪০০ কোটি বছর পরে গঠিত হয়েছে।

ম্যাসাচুসেটস অ্যামহার্স্টের অধ্যাপক মিন ইয়ুন বলেন, নতুন ছায়াপথগুলো অত্যন্ত বেশি বড় এবং উজ্জ্বলতাও অতিমাত্রায় বেশি। তবে এর অস্তিত্ব নিয়ে কোনো তত্ত্বে আভাস দেওয়া হয়নি।

মান্থলি নোটিসেস অব দ্য রয়েল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি সাময়িকী এ বিষয়ে একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে। favicon59

Sharing is caring!

Leave a Comment