বৃষ্টিপাতের উপরেও চাঁদের প্রভাব!

বৃষ্টিপাতের উপরেও চাঁদের প্রভাব!

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক 

চাঁদ পৃথিবীর একটি উপগ্রহ। আর এই চাঁদ নিয়ে মানুষের আগ্রহের কোনো কমতি নেই। চাঁদ আছে বলেই পৃথিবীতে জোয়ার-ভাটা হয়। এছাড়াও আরও বিভিন্নভাবে পৃথিবীর উপর প্রভাব ফেলে চাঁদ। সাম্প্রতিক এক গবেষণায় গবেষকরা দাবি করেছেন, পৃথিবীতে যে পরিমাণ বৃষ্টিপাত হয় তাতেও চাঁদের প্রভাব রয়েছে।

গবেষকরা বলেছেন, চাঁদ যখন সরাসরি মাথার ওপর আসে, তখন পৃথিবীতে বৃষ্টি কম হয়। আর এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট মাদারবোর্ড। চাঁদের সঙ্গে বৃষ্টিপাতের সম্পর্ক নিয়ে এটিই  প্রথম গবেষণা বলে জানিয়েছেন ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের গবেষক তুবাসা কোহামা।

বায়ুমণ্ডলীয় চাপ ও তাপমাত্রা নিয়ে গবেষণা করছেন কোহামা ও তার গবেষক দল। তারা ২০১৪ এই গবেষণার ফল প্রকাশ করতে গিয়ে দাবি করেন, চাঁদ পৃথিবী পৃষ্ঠে বায়ুর চাপও নিয়ন্ত্রণ করে থাকে। যা বিজ্ঞানীরা ১৮৪৭ সালে পর্যবেক্ষণ করেন।

জিওফিজিক্যাল রিসার্চ লেটার্স সাময়িকী সম্প্রতি একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে। যেখানে বলা হয়েছে, পৃথিবীর বায়ুমণ্ডলীয় পরিবর্তনের কারণে বৃষ্টিপাতের তারতম্য হয় এবং পৃথিবীর মোট বৃষ্টিপাতের ১ শতাংশ পরিবর্তিত হতে পারে চাঁদের কারণে। favicon59

 

Sharing is caring!

Leave a Comment