পৃথিবীর ন্যায় তিনটি গ্রহ আবিষ্কার !
- বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক
বিজ্ঞানীরা জানিয়েছেন তার পৃথিবীর ন্যায় আরো তিনটি গ্রহের সন্ধান পেয়েছেন। এই গ্রহগুলো পৃথিবী থেকে ৪০ আলোকবর্ষ দূরে অবস্থিত। সেখানে তারা অত্যন্ত শীতল একটি বামন নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরছে। ‘নেচার’ তাদের সর্বশেষ সংখ্যাতে এ সর্ম্পকিত একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবিদনটিতে উল্লেখ করা হয়েছে অত্যন্ত শীতল ওই নক্ষত্রের নাম ট্রাপিস্ট-১। তবে এই নক্ষত্র নিয়ে বিস্ময় করেছে বিজ্ঞানীরা। কারণ নক্ষত্র হতে গেলে যে বৈশিষ্ট্য থাকতে হয়, এর খুব সামান্যই আছে ওই নক্ষত্রের মধ্যে। বিজ্ঞানীরা জানিয়েছেন এই নক্ষত্রটির তাপমাত্রা সূর্যের অর্ধেক। আর এটির ভর সূর্যের ১০ ভাগের ১ ভাগ। তবে নক্ষত্রটির রং লাল এবং আকারে এটি প্রায় বৃহস্পতি গ্রহের সমান। বিজ্ঞানীরা আরো জানিয়েছেন, এই নক্ষত্রটি পৃথিবী থেকে খালি চোখে দেখা প্রায় অসম্ভব। এমনকি টেলিস্কোপেও নয়।
প্রতিবেদনটিতে আরো বলা হয়, এই নক্ষত্রটিকে ঘিরে যে গ্রহগুলো আছে, তা সূর্য থেকে পৃথিবীর তুলনায় প্রায় চার গুণ তেজস্ক্রিয়তা গ্রহণ করে। এই তিনটি গ্রহের মধ্যে দুটি গ্রহ নক্ষত্রের কাছাকাছি অবস্থানে আছে। আর এই দুটি গ্রহে আমাদের পৃথিবীর মতোই দিন ও রাতের প্রক্রিয়া চলে।