রোবট এবার আইনজীবী
- বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক
বিশ্বে এই প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের একটি আইনী প্রতিষ্ঠানে আইনজীবী হিসেবে কাজ করবে রোবট। সম্প্রতি আইনজীবী হিসেবে ওই রোবটটিকে নিয়োগ দেওয়া হয়েছে। আইনের সবচেয়ে জটিল জটিল সমস্যার সমাধান করবে এই রোবটটি।
এই রোবটটির নাম রাখা হয়েছে আইন ‘রস’। আর এটি তৈরি করেছে টরেন্ট বিশ্ববিদ্যালয় এবং এটি তৈরিতে আইবিএমের বিশেষ কম্পিউটার ওয়াটসন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। রোবটটিকে আইনী পেশায় নিয়োগ দিয়েছে যুক্তরাষ্ট্রের আইনী সেবাদানকারী প্রতিষ্ঠান বেকারহোস্টেলার।
ওই প্রতিষ্ঠানে আরো ৫০ জন আইনজীবি কাজ করে। তাদের সঙ্গে কাজ করবে এই রোবট আইজীবীও। ব্যাংক ও বাণিজ্য সংক্রান্ত আইনি পরামর্শ ও তথ্যউপাত্ত বিশ্লেষণে কার্যকরী এই রোবট আইজীবী। তার সহকর্মীরা তাকে বিভিন্ন প্রশ্ন করতে পারবে। সেক্ষেত্রে রোবটটি আইন, প্রমাণ, দলিলালি, সাক্ষ্যসহ নানা বিষয়ের ভিত্তিতে গবেষণা করে সবচেয়ে সঠিক উত্তরটি দিবে। এছাড়া আদালতের রায় পর্যবেক্ষণও করবে।