পাখিদের গায়ের রং পরিবর্তনের কারণ
- বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক
পাখিদের কাছে লাল রং-এর একটি আলাদা গুরুত্ব আছে। কারণ এই রং সঙ্গীকে কাছে টানে। তাছাড়া লাল রং তাদের সৌন্দর্যের অংশ। সম্প্রতি বিজ্ঞানীরা পাখির গায়ের রং লাল কারণ খুঁজে বের করেছেন।
এ সম্পর্কিত একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে কারেন্ট বায়োলজি সাময়িকী। ওই প্রতিবেদনে বলা হয়, শরীর বিষমুক্ত রাখার জন্য দায়ী কিছু জিনের কারণেই পাখির রঙের ওপর এমন বৈচিত্র্যময় প্রভাব পড়ে। অর্থাৎ লাল রং পাখির শরীর থেকে ক্ষতিকর উপাদান ধ্বংস করে এবং শরীরকে শক্তসমর্থ রাখে।
এই গবেষণা নিয়ে অধ্যাপক যোসেফ কোরবো বলেন, পুরুষ পাখির রং যত বেশি লাল, সঙ্গিনী খুঁজে পেতে তারা তত বেশি সফল হয়। অনেক পাখি প্রজাতির মধ্যে এমনটা দেখা যায়। যোসেফ এই গবেষণা দলের একজন সদস্য এবং তিনি যুক্তরাষ্ট্রের সেন্ট লুইসে অবস্থিত ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক।
ওই গবেষণা দলের অন্য সদস্য যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ নিক মান্ডি বলেন, পাখিরা সাধানণত যে জিনের কারণে লাল রং দেখতে পায়, আবার ওই একই জিন দিয়ে তারা শরীরের রং বদলায়। এটা অবশ্যই একটি বিস্ময়কর ব্যাপার।
এছাড়াও পর্তুগালের পোর্তো বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী মিগুয়েল কার্নেরিও বলেন, পাখিদের লাল রং তাদের খাদ্যাভ্যাসের ওপর নির্ভর করে। আর তাই খাবার তাদের শরীরের রং পরিবর্তনে সহায়তা করে।