ইউটিউবে ভিডিও দেখতে টাকা লাগবে!
দি প্রমিনেন্ট ডেস্ক: ইউটিউবে নতুন কোন এক্সক্লুসিভ ভিডিও দেখতে কিছুদিন পর থেকে টাকা খরচ করতে হবে।
ইউটিউব কর্তৃপক্ষ দর্শকদের জন্য নতুন সাবসক্রিপশন সার্ভিস চালুর পরিকল্পনা করেছে। এই সার্ভিসের আওতায় নতুন নতুন ভিডিও বিনা খরচে দর্শকরা আর দেখতে পাবেন না।
সংশ্লিষ্টরা বলছেন, কর্তৃপক্ষ এমন কিছু প্রোগ্রাম তৈরি করছে যার কারনে কেবল অর্থ খরচ করে সাবসক্রিপশন সার্ভিসে যুক্ত হলেই দেখা যাবে। ২১ অক্টোবর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস এক অনুষ্ঠানের মাধ্যমে বিষয়ে বিস্তারিত জানাতে পারে ইউটিউব কর্তৃপক্ষ।
হতাশ হওয়ার কিছু নেই। ইউটিউবের কিছু ভিডিও বিনা মূল্যে দেখার জন্য রাখবে কর্তৃপক্ষ। তবে সেই ভিডিও দেখতে হলে সাথে বিজ্ঞাপনও দেখতে হবে অর্থাৎ, ভিডিওর ফাঁকে ফাঁকে বিজ্ঞাপন দেখলে তবেই ইউটিউবের ভিডিও ফ্রি দেখা যাবে। 

 
	                
	                	
	             
	                       			                       	 
	                       			                       	 
	                       			                       	 
	                       			                       	