ফেসবুকের নতুন ফিচার ‘অফলাইন মোড’

ফেসবুকের নতুন ফিচার ‘অফলাইন মোড’

প্রযুক্তি ডেস্ক: ইন্টারনেট ছাড়াই ব্যবহার করা যাবে ফেসবুক। সম্প্রতি ‘অফলাইন মোড’ নামে একটি ফিচার চালু করার ঘোষণা দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

এই ফিচারের মাধ্যমে ফেসবুক ব্যবহারকারীরা ফেসবুকের নিউজ ফিড পড়া ও পোস্টে মন্তব্য করতে পারবেন। আজ শুক্রবার বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, কম গতির ইন্টারনেটে সামাজিক যোগাযোগের নেটওয়ার্ক, বিশেষ করে নিউজ ফিড আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে বিশেষ পদক্ষেপ নিচ্ছে ফেসবুক।

ফেসবুক কর্তৃপক্ষ জানায়, ইন্টারনেট সংযোগ না থাকলেও নির্দিষ্ট পোস্টে মন্তব্য লিখে রাখতে পারবেন ব্যবহারকারীরা। যখন ইন্টারনেট সংযোগের আওতায় ফেসবুক আসবে, তখন ওই মন্তব্যটি অনলাইনে পোস্ট হয়ে যাবে। শিগগিরই এই অফলাইনে নিউজ ফিড পড়ার ফিচারটি নিয়ে পরীক্ষা চালাবে ফেসবুক কর্তৃপক্ষ। favicon5

Sharing is caring!

Leave a Comment