মা হলেন মারিসা মেয়ার
প্রযুক্তি ডেস্ক : ইয়াহুর প্রধান নির্বাহী কর্মকর্তা মারিসা মেয়ার যমজ কন্যা সন্তানের মা হয়েছেন। টুইটারে তিনি এ খবরটি নিশ্চিত করেন। মারিসা মেয়ারের মা হওয়ার এই খবরটি সাম্প্রতিক সময়ে প্রযুক্তি বিশ্বে দ্বিতীয় হাই-প্রোফাইল ঘোষণা। প্রথমটি ছিল ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের বাবা হওয়ার ঘোষণা।
৪০ বছর বয়সী প্রযুক্তি বিশ্বের আইকন এই নারী দ্বিতীয়বারের মতো মা হলেন। মারিসা মেয়ার ও জাকারি বোগ দম্পতি ২০১২ সালে একটি ছেলে সন্তানের জন্ম দেন। ১৯৯৯ সালে প্রথম নারী প্রকৌশলী হিসেবে সার্চ জায়ান্ট গুগলে যোগ দেন তিনি। একটানা ১৩ বছর গুগলে কর্মরত থাকার পর ২০১২ সালের জুলাইয়ে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে ইয়াহুতে যোগ দেন মারিসা মেয়ার।