সাইবার নিরাপত্তায় পরীক্ষাগার চালু
প্রযুক্তি ডেস্ক : সাইবার নিরাপত্তা নিয়ে গবেষণায় দেশে বিশেষায়িত পরীক্ষাগার চালু হচ্ছে। মঙ্গলবার ‘সোস্যাল মিডিয়া অ্যান্ড অ্যানালিটিক ক্লাউড’ (এসএমএসি) নামের এই পরীক্ষাগার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ সূত্রে জানা গেছে, সাইবার নিরাপত্তা ও বিগ ডেটা অ্যানালাইটিকস নিয়ে কাজ করবে বিশেষায়িত এই ল্যাব। সাইবার নিরাপত্তা নিয়ে বিশেষ এই পরীক্ষাগারটি স্থাপন করা হয়েছে আইসিটি ডিভিশনের কার্যালয়ে।
সাইবার নিরাপত্তার পাশাপাশি তথ্য প্রযুক্তি ক্ষেত্রের অন্যান্য বিভিন্ন বিষয় যেমন- বিগ ডেটা অ্যানালাইসিস, ক্লাউড কম্পিউটিংসহ আরও বিভিন্ন বিষয় নিয়েও এখানে কাজ করা হবে। এ ব্যাপারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেন, সাইবার নিরাপত্তা, ক্লাউড অ্যাপ্লিকেশন, বিগ ডেটা অ্যানালাইসিস, বিভিন্ন ধরনের আইএসও অ্যাপ্লিকেশনসহ তথ্যপ্রযুক্তি নির্ভর সমসাময়িক নানা বিষয়ে সক্ষমতা অর্জনের জন্য এই ল্যাব করা হচ্ছে। এর মাধ্যমে আমরা ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল সম্পদ (অ্যাসেট) রক্ষায় আরও বেশি সক্রিয় ভূমিকা রাখতে পারব।