গুগল সার্চ ২০১৫ : বাংলাদেশে শীর্ষে মুস্তাফিজ
প্রযুক্তি ডেস্ক : প্রকাশিত হয়েছে ‘গুগল ট্রেন্ড ২০১৫’। সেখানে বাংলাদেশে ‘ট্রেন্ডিং পিউপাল’ ক্যাটাগরিতে সবার ওপরে রয়েছে ক্রিকেটার মুস্তাফিজুর রহমানের নাম। এই লিস্টে টাইগার অধিনায়ক মাশরাফিকে টপকে গেছেন তিনি।
এবারের গুগল ট্রেন্ডিং পিউপালে মুস্তাফিজের পরেই আছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম। এরপরই রয়েছেন বলিউডের উঠতি তারকা রাধিকা আপ্তে। তার শর্ট ফিল্ম ‘অহল্যা’ দুই বাংলাতেই জনপ্রিয়তা পেয়েছে। চতুর্থ অবস্থানে রয়েছেন বাংলাদেশের তারকা পেসার তাসকিন আহমেদ। পঞ্চম অবস্থানে রয়েছেন হলিউড অভিনেত্রী এরিয়াল উইন্টার।
এরপর রয়েছে আমেরিকান বক্সার রন্ডা জেমস রাউসি। তারপর রয়েছেন বাংলাদেশের নবীন অভিনেতা সায়েম সাদাত। তার মৃত্যু ছিল বছরের আলোচিত ঘটনাগুলোর মধ্যে একটি। গত কয়েক বছরের মতোই, এ বছরও শীর্ষ দশে রয়েছেন বলিউড অভিনেত্রী সানি লিওন। ভারতে অবশ্য গুগল ট্রেন্ডিং পিউপাল ক্যাটগরিতে শীর্ষে আছেন তিনি।
নবম অবস্থান টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার। বছরব্যাপী আলোচনায় থাকা এই ক্রিকেটার বিপিএল চ্যাম্পিয়ন দলের অধিনায়ক হিসেবে এখনও রয়েছেন আলোচনায়। সর্বশেষ অর্থাৎ দশ নম্বর অবস্থানে আছেন বলিউড অভিনেত্রী কারিশমা তান্না। বিগ বস সিজন ৮, নাচ বালিয়ে সিজন ৭ ও এমটিভি লাভ স্কুল অনুষ্ঠানের মাধ্যমে জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি।