টপসি ল্যাব বন্ধ করলো অ্যাপল
প্রযুক্তি ডেস্ক : টুইটারের বিভিন্ন তথ্য ও সাম্প্রতিক বিষয়াবলী নিয়ে বিশ্লেষণ করাই ছিল টপসি ল্যাবের কাজ। কিন্তু অধিগ্রহণের দুই বছরের মাথায় সেবাটি বন্ধ করে দিয়েছে অ্যাপল। সংবাদ : রয়টার্স।
টপসির ওয়েবসাইটে প্রবেশ করতে গেলে এখন অ্যাপলের একটি সাপোর্ট পেজ দেখা যাবে। গত মঙ্গলবার রাতে @টপসি টুইটার অ্যাকাউন্ট থেকে শেষ টুইট করে তারা। সেবাটি বন্ধের বিষয়ে এখনো অ্যাপল সূত্রে কোনো সুনির্দিষ্ট তথ্য জানা যায়নি। উল্লেখ্য, ২০১৩ সালের ডিসেম্বরে ২০ কোটি ডলারে টপসি অধিগ্রহণ করে অ্যাপল।
সান ফ্রান্সিসকোভিত্তিক টপসি ছিল মূলত টুইটারের প্রথমদিকের অংশীদার। বেশ কয়েক বছর তারা মেসেজিং সেবার গ্রাহকদের টুইটে সরাসরি প্রবেশের সুবিধা পেয়েছে। এ টুইটগুলো তারা সার্চের উপযোগী করে পরবর্তীতে সাজিয়ে রাখতো। সেবাটি বন্ধ হওয়ায় সামাজিক যোগাযোগ সাইটগুলোয় টুইটার ব্যবহারকারী ও প্রতিষ্ঠানটির সাবেক কর্মীদের অনেকে তাদের সমবেদনা জানিয়েছেন। টপসির চার সহপ্রতিষ্ঠাতার একজন রিশাব আইয়ার ঘোষ ‘রেস্ট ইন পিস টপসি’ লিখে টুইট করেন।
টপসিকে অধিগ্রহণের আগে অ্যাপলের সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক ভাবনা পিং নামের একটি সাইটকে ঘিরেই ছিল। কিন্তু টপসিকে অধিগ্রহণের পর এটি দিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের দখল বাড়ানোর চেষ্টা শুরু করে অ্যাপল।