ফেসবুকে প্রকৃত বন্ধুর সংখ্যা কম

ফেসবুকে প্রকৃত বন্ধুর সংখ্যা কম

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক :   অক্সফোর্ড ইউনিভার্সিটির ইভোলিউশনারি সাইকোলজির অধ্যাপক রবিন ডানবার বলছেন, ‘ফেসবুকের বন্ধুদের ওপর সত্যি সত্যি ভরসা করা যায় না। এমনকি ফেসবুকের বন্ধুদের সঙ্গে নিয়মিত কথাও হয় না অনেকের।’

জরিপে যারা অংশ নেন, তাদের গড়ে ফেসবুক বন্ধু ১৫০ জনের মতো। কিন্তু এসব বন্ধুদের মধ্যে মাত্র ১৪ জন আছেন যারা বিপদে-আপদে পাশে এসে দাঁড়াবেন। জরিপে অংশগ্রহণকারীরা জানিয়েছেন, তাদের মাত্র ২৭ শতাংশ ফেসবুক বন্ধু সত্যিকার অর্থেই বন্ধু। বাস্তবেও ভালো বন্ধু থাকে হাতেগোনা কয়েকজনই। জরিপে সেটাই উঠে এসেছে। কিন্তু ফেসবুকে বেশি বন্ধু থাকা মানেই যে আপনি খুব বন্ধুবসল বা সবাই আপনাকে পছন্দ করে মোটেও সে রকম নয় ব্যাপারটা। জরিপের ফলাফল জানাতে গিয়ে অধ্যাপক রবিন ডানবার লিখেছেন, ‘বাস্তব জীবনে কোনো সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে সামনাসামনি কথা বলা বা দেখা হওয়াটা জরুরি। ফেসবুকের ক্ষেত্রেও সেটা জরুরি। কিন্তু ফেসবুকের কজন বন্ধুর সঙ্গে আমাদের নিয়মিত বিরতিতে দেখা হয়?’

জরিপের ফলাফল থেকে ফেসবুক বন্ধুদের একটা শ্রেণীকরণও করেছেন অধ্যাপক ডানবার। তিনি বলেন, ‘সবারই পাঁচজনের মতো পুরোনো বন্ধু আছে যারা বাস্তব জীবনেও খুব কাছের। এর বাইরে ১৫ থেকে ৫০ জন থাকেন যাদের সঙ্গে বিভিন্ন কাজের সময় দেখা হয়েছে, পরিচয় হয়েছে কিন্তু খুব একটা যোগাযোগ নেই। আর ১৫০-এর মতো বন্ধু থাকেন, যাঁরা অন্যদের বন্ধু বা পরিচিতদের পরিচিত সূত্রে বন্ধু হয়েছেন কিন্তু তাঁদের সঙ্গে কখনোই খুব একটা যোগাযোগ থাকে না।’ favicon594

Sharing is caring!

Leave a Comment