অ্যামাজনের ফায়ার টিভি স্টিক
বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : গুগল ক্রমকাস্ট ও রকু স্ট্রিম স্টিকের মতোই আমাজান ফায়ার স্টিক। ছোট এই স্টিকটি মনিটরের এইচডিএমআই এর সঙ্গে সংযোগ করে আপনার মনিটরকে বানিয়ে ফেলতে পারেন ইন্টারনেট টিভি।
স্বল্প মূল্যের এই আমাজান ফায়ার স্টিক দিয়ে দেখা যাবে ২৫ হাজারেরও বেশি বিভিন্ন সিরিয়াল ও মুভি আর হুলু, এইচবিও, নেটফিক্সের মতো বিখ্যাত সব চ্যানেল সমূহ। এছাড়াও ভিডিও গেমস আর মিউজিক তো আছেই। আপনি যদি আমাজানের প্রাইম মেম্বার হয়ে থাকেন আপনি পাবেন ৪০ হাজেরর ও বেশি মুভি দেখার সুযোগ। আর ফায়ার স্টিক মোবাইল অ্যাপ এর মাধ্যমেও আপনি আপনার মোবাইলে টিভির স্ক্রিনও দেখতে পারবেন। মোবাইল অ্যাপ ব্যবহার করে আপনি ফায়ার স্টিককে দিতে পারবেন ভয়েস কমান্ড।
অ্যামাজনের এই স্টিকে রেয়েছে ব্রডকম চাপ্রি ডুয়েল কোর প্রসেসর, ১ জিবি র্যাম ও ৮ জিবি স্টোরেজ। ভিডিও কোর ফোর গ্রাফিক্স প্রসেসর সম্বলিত এই স্টিক দেবে ৭২০ পিক্সেল ও ১০৮০ রেজুলেশনের পরিষ্কার ভিডিও। অ্যামাজনের ফায়ার স্টিক কেনা যাবে ও বিস্তারিত জানা যাবে এখানে: http://amzn.to/1KwHObI।