ফায়ার ফক্স ওএসের বিদায়

ফায়ার ফক্স ওএসের বিদায়

স্পোর্টস ডেস্ক : স্মার্টফোনের অপারেটিং সিস্টেম হিসেবে ফায়ার ফক্স বন্ধ হয়ে যাচ্ছে। বৃহস্পতিবার ফায়ার ফক্সের নির্মাতা মোজিলা গ্রুপ এ ঘোষণা দেয়।

মাত্র তিন বছর আগে অ্যাপল ও গুগলের অপারেটিং সিস্টেমের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে ফায়ার ফক্স উন্মুক্ত করে মোজিলা। ওপেন সোর্স বা উন্মুক্ত সফটওয়্যার হিসেবে মোজিলা ডেভেলপার কমিউনিটি এই সফটওয়্যার তৈরি করে। মোজিলা ডেভেলপার জর্জ রটার বলেন, মোজিলা মোবাইল যন্ত্রে গ্রাহক আকর্ষণে ব্যর্থ হয়েছে। শত শত স্বেচ্ছাসেবকের সহযোগিতায় আমরা দারুণ একটি সফটওয়্যার ও চমৎকার একটি প্ল্যাটফর্ম তৈরি করেছিলাম। আমরা গত ডিসেম্বরে ফায়ার ফক্স বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে। কারণ, বাণিজ্যিকভাবে স্মার্টফোনে মোজিলার লাভ হয়নি।

রটার বলেন, ফায়ার ফক্স ওএস ২ দশমিক ৬ সংস্করণের পর আর স্মার্টফোনের জন্য কেনো হালানাগাদ আনা হবে না। মে মাসের পর থেকে ফায়ার ফক্স ওএসের সঙ্গে কোনো মোজিলা কর্মীর সংশ্লিষ্টতা থাকবে না।

২০১৩ সালে স্পেনের গিকসফোনের সঙ্গে সাশ্রয়ী দামের ফায়ার ফক্স ফোন উন্মুক্ত করে মোজিলা। পরে চীনের জেডটিই ও টিসিএল ২০১৪ সালে ২৫ ডলার দামে ফোন উন্মুক্ত করে। favicon59

Sharing is caring!

Leave a Comment