গোরান মারবাই আইসিএএনএন’র প্রধান নির্বাহী হলেন
বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ গোরান মারবাইকে ডোমেইন নাম সরবরাহকারী আন্তর্জাতিক সংস্থা ইন্টারনেট করপোরেশন ফর অ্যাসাইনড নেমস অ্যান্ড নাম্বারসের (আইসিএএনএন) পরবর্তী সভাপতি ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
আইসিএএনএনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান স্টিফেন ক্রোকার এক বিবৃতিতে বলেন, ‘আইসিএএনএনের নতুন প্রধান হিসেবে গোরানের নাম ঘোষণা করতে পেরে আমি আনন্দিত।’ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ভিত্তিক অলাভজনক সংস্থা আইসিএএনএন বৈশ্বিক মতামত নিয়ে ইন্টারনেট সম্পর্কিত নিয়ম ও নীতিমালা প্রণয়নে কাজ করে।
আইসিএএনএনের বিবৃতি বলা হয়, এ বছরের ১৫ মার্চ সংস্থাটির বর্তমান চেয়ারম্যান ও প্রধান নির্বাহী ফাডি চেহাদের মেয়াদ শেষ হচ্ছে। তাঁর স্থলাভিষিক্ত হবেন সুইডেনের নাগরিক গোরান মারবাই। তথ্যসূত্র: পিটিআই।