ফেসবুকে ফেক আইডি থাকলেই শাস্তি
বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুক। তবে ফেসবুকে অনেকেই ফেক বা ভূয়া আইডি ব্যবহার করে থাকে। আর এ সব ফেক আইডি দিয়ে বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজ করার খবর প্রায়ই পাওয়া যায়। তাই ফেক আইডি ব্যবহার বন্ধে শাস্তির ব্যবস্থা করছে ব্রিটেন।
ফেসবুকে অনেক ছেলেই মেয়ের নাম দিয়ে আইডি খুলে থাকে। আবার ছেলের নাম দিয়ে মেয়েরাও তাই করে। আর এতে অপরাধমূলক কাজ ঘটছে অহরহ। ফেক আইডি দিয়ে চলে সন্ত্রাসী ও জঙ্গি তৎপরতার কাজও। আর এজন্য সাইবার আইনে নতুন সংশোধনী এনেছে ব্রিটিশ সরকার। ফেক অ্যাকাউন্ট ব্যবহারকারী ধরা পড়লেই তার বিরুদ্ধে কড়া শাস্তির ব্যবস্থা গ্রহণ করবে সরকার। এই শাস্তি আর্থিক জরিমানা অথবা জেলও হতে পারে।
এই আইনের মাধ্যমে ব্রিটিশ প্রশাসন সন্দেহজনক ফেসবুক আইডির প্রোফাইলের ওপর কড়া নজরদারি রাখবে। অবশ্য এই নজরদারি রাখা হবে ব্যবহারকরীদের অভিযোগের ভিত্তিতে।