ফেসবুকের ভুল ধরলেন ভারতীয় তরুণ

ফেসবুকের ভুল ধরলেন ভারতীয় তরুণ

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের পাসওয়ার্ড বিষয়ক একটি ভুল ধরিয়ে দিয়েছেন এক তরুণ।  তিনি ভারতের বেঙ্গালুরুর বাস করেন। ভুলটি ধরিয়ে দেওয়রি পরে তা দূর করেছে ফেসবুক এবং ভারতীয় এই তরুণকে ১৫ হাজার মার্কিন ডলার পুরস্কার দেওয়া হয়েছে, বাংলাদেশি টাকায় যা পরিমাণ ১১ লাখ ৭৬ হাজার ৮৩১ টাকা। সংবাদ : ডেকান ক্রনিকল।

২৩ বছর বয়সী এই তরুণের নাম আনন্দ প্রকাশ। ফেসবুকের খুবই সাধারণ একটি ভুল ধরেছেন। আনন্দ প্রকাশ জানান, ফেসবুকে অ্যাকাউন্টের রিসেট পাসওয়ার্ড অপশন ব্যবহার করা যায়। আর এটি ব্যবহার আগের পাসওয়ার্ড পরিবর্তনের মাধ্যমে যে কেউ ওই নির্দিষ্ট অ্যাকাউন্ট ব্যবহার করতে পারে।

ডেকান ক্রনিকল তাদের প্রতিবেদনে বলেন, আনন্দ প্রকাশ ফেসবুকের ভুল ধরার বিশেষ দলের সদস্য। তাদের কাজ হলো ফেসবুকের বিভিন্ন ভুল ধরা এবং নির্দিষ্ট কর্তৃপক্ষকে জানানো এবং এর বিনিময়ে তারা নির্দিষ্ট পরিমাণ টাকা পেয়ে থাকে।

ভারতীয় এই তরুণ জানান, এটি এমন একটি ভুল ছিল, যা ব্যবহার করে হ্যাকাররা অন্যের বার্তা, ছবি এবং ক্রেডিট কার্ডের তথ্য নিয়ে নিতে পারত। favicon594

Sharing is caring!

Leave a Comment