জাকারবার্গের প্রশ্ন

জাকারবার্গের প্রশ্ন

  • বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক

বিশ্বখ্যাত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ অল্প বয়সেই বিশ্বের সফলতম ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করেছেন। আর এর কারণ অনুসন্ধানে তার চরিত্র বিশ্লেষণের চেষ্টা করছেন গবেষকরা। সম্প্রতি ফেসবুকের প্রথমদিকের কর্মীদের বয়ানে উঠে এসেছে তার সাফল্যের সূত্র। সংবাদ : বিজনেস ইনসাইডার।

বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদন থেকে জানা যায়, নোয়াহ কাগান নামে এক ব্যক্তি ফেসবুকের প্রথম দিকের কর্মী ছিলেন। তিনি ২৪ বছর বয়সে প্রতিষ্ঠানটির ৩০তম কর্মী হিসেবে যোগ দেন। পরবর্তীতে অবশ্য চাকরি যাওয়ায় তিনি নিজেই একটি প্রতিষ্ঠান খুলেছেন। অ্যাপসুমো নামে সে প্রতিষ্ঠানের সিইও তিনি।

নোয়াহ ৯ মাস ফেসবুকে ছিলেন। সে সময়েই তিনি প্রতিষ্ঠান সফল করার জন্য ফেসবুকের অভিজ্ঞতার অনেক বিষয় জেনে নিয়েছেন। ২০১৪ সালে রমিত শেঠিকে এক সাক্ষাৎকার দেন । সে সময় তিনি জানান, মার্ক জাকারবার্গ সব সময়ই একটি বিষয়ের ওপর জোর দেন। এ ক্ষেত্রে তার প্রশ্ন থাকে : এটি কি আমাদের বেড়ে উঠতে সহায়তা করবে?’

জাকারবার্গ এ প্রশ্নের মাধ্যমে যেকোনো কাজের প্রয়োজনীয়তা যাচাই করতেন। সে কাজটি যদি ফেসবুকের মতো প্রতিষ্ঠানকে বড় হয়ে উঠতে সহায়তা করে কেবল তাহলেই তিনি কাজটি করতে আগ্রহী হয়ে উঠতেন।

বর্তমানে ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং প্রেসিডেন্ট মার্ক জাকারবার্গ। তিনি এবং তার কয়েকজন সহপাঠী ২০০৪ সালে একটি ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা করেন ফেসবুক। সে সময় তিনি হাভার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন।favicon59

Sharing is caring!

Leave a Comment