স্কাইপে নতুন ফিচার

স্কাইপে নতুন ফিচার

  • বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক

ব্যবহারকারীদের জন্য নতুন ৩টি সুবিধা চালু করেছে স্কাইপ ফর ওয়েব। এই সুবিধার মাধ্যমে স্কাইপের ওয়েব ভার্সন ব্যবহার করে ব্যবহারকারীরা এখন থেকে মোবাইল ফোন ও ল্যান্ডফোনে কল করতে পারবেন। স্কাইপ থেকে স্থানীয় মোবাইল ও ল্যান্ডফোনে কল করার নূন্যতম ২.৩ সেন্ট লাগবে। তবে আন্তজার্তিক কলও করা যাবে। স্কাইপ কর্তৃপক্ষ জানিয়েছে এই সুবিধার মাধ্যমে মোবাইল থেকে মোবাইলে বা ল্যান্ডফোনে কল খরচ সাশ্রয় হবে।

এছাড়া স্কাইপ দ্বিতীয় যে সুবিধা দিচ্ছে তা হল, ব্যবহারকারীরা চ্যাট করাকালীন সময়েই সরাসরি ইউটিউব ভিডিও দেখতে পাবেন স্কাইপের মাধ্যমে। অর্থাৎ কেউ যদি স্কাইপে ইউটিউবের ভিডিও লিংক পাঠায় তবে তা নতুন ট্যাবে দেখতে হবে না। স্কাইপ থেকে সরাসরি সেই ভিডিও দেখা যাবে।

স্কাইপের তৃতীয় সুবিধা হিসেবে ওয়েব সংস্করণে নোটিফিকেশন চালু করেছে স্কাইপ। তাই এখন থেকে কেউ নতুন মেসেজ পাঠালে নোটিফিকেশন আসবে স্কাইপে। favicon59

Sharing is caring!

Leave a Comment