ভাইবারে যুক্ত হলো বাংলা স্টিকার
- বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক
জনপ্রিয় অ্যাপ ভাইবার বাংলায় ‘ভালোবাসা ভালোবাসি’ নামে বাংলা স্টিকার চালু করেছে। যে কেউ এই স্টিকার তার প্রিয়জনের কাছে পাঠাতে পারবেন।
ভাইবারের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য এই ফ্রি স্টিকার চালু করেছে ভাইবার। এতে মোট ২০টি স্টিকার রয়েছে। এ বিষয়ে অনুভব নায়ার বলেন, ‘ভাইবারের বাংলাদেশি ব্যবহারকারিদের জন্য নতুন কিছু দিতে চেয়েছিলাম। আর সেজন্যই ‘ভালোবাসা ভালোবাসি’ স্টিকার চালু করা হলো। এর মাধ্যমে বাংলাদেশিরা নিজের ভাষায় ভালোবাসার অনুভূতি আরো গভীরভাবে প্রকাশ করতে পারবেন।’
বর্তমান বিশ্বে ভাইবারের ৬৬৪ মিলিয়ন ইউনিক ব্যবহারকারী রয়েছে। ভাইবার থ্রিজি, ফোরজি অথবা ওয়াইফাই সংযোগে আইফোন, আইপ্যাড, অ্যান্ড্রয়েড, ট্যাবলেট, উইন্ডোজ ফোন, ম্যাক, উইন্ডোজ ৮, লিনাক্স এবং সিমবিয়ান ডিভাইসে ব্যবহার করা যায়।